নিজস্ব প্রতিবেদক, ভাঙড়: ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে বুধবার ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলের নালমুড়ি ও রানিগাছি অঞ্চলে এক জনসংযোগ কর্মসূচি নেয ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। স্থানীয় বিধায়ক ও আইএসএফ-এর চেয়ারম্যান মোহাম্মদ নওসাদ সিদ্দিকী ছাড়াও অন্যান্য নেতারা তাতে অংশ নেন।। পরে দুপুরে ঘটকপুর খালপাড়ে এক প্রতিবাদ সভায় আবাস যোজনা সহ পঞ্চায়েতে শাসক তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য পঞ্চায়েত তৈরি করতে আইএসএফকে শক্তিশালী করতে হবে। আইএসএফ তার প্রতিষ্ঠা লগ্নেই বলেছে প্রান্তিক মানুষের সাংবিধানিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে রাজনীতির ময়দানে এসেছে। সেই গুরুদায়িত্ব দল নিষ্ঠার সাথে বহন করে চলেছে। এই প্রসঙ্গে আগামী শনিবার কলকাতায় দলের সমাবেশে বিপুল সংখ্যক মানুষের যোগদানের আহ্বান জানান নওসাদ সিদ্দিকী। এদিন আইএসএফের ভাঙড় ১ নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে স্থানীয় বিডিওকে একটি স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে ব্লকের ন’টি অঞ্চলে সাধারণ মানুষ বিভিন্নভাবে পক্ষপাতমূলক আচরণের শিকার হচ্ছেন বলে উল্লেখ করে আবাস যোজনায় প্রকৃত প্রাপকদের ঘর প্রদান, একশো দিনের কাজের বকেয়া মেটানো, অন্যথায় বেকার ভাতার ব্যবস্থা, ভুয়ো জব কার্ড বাতিল, কৃষকদের সরকারী সুবিধা প্রদান, লেদার কমপ্লেক্সে শ্রম কোড মেনে কাজ করার ব্যবস্থা প্রভৃতি দাবি পেশ করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct