আব্দুস সামাদ মন্ডল, কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের উদ্যেগে বুধবার একদিনের ইন্টারন্যাশনাল সেমিনার অনুষ্ঠিত হল বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের অডিটরিয়াম হলে। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ শুরু হয় এই দিনের অনুষ্ঠান। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানের সমস্ত সম্মানীয় মেহমানদের ফুলের তোড়া, স্মারক ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে রাজ্যসভায় সাংসদ তথা প্রসার ভারতীর প্রাক্তন প্রধান জহর সরকার বর্তমান সময়ে মিডিয়ার গুরুত্ব সহ বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। আনন্দবাজার পত্রিকার প্রাক্তন দিল্লি ব্যুরো চিফ তথা ইন্ডিয়া টুডে গ্রুপের এডিটর জয়ন্ত ঘোষাল বলেন, মিডিয়া আস্তে আস্তে কর্পোরেট মিডিয়ার রূপ ধারণ করছে যা সমাজের জন্য ক্ষতিকর। তুচ্ছ একটা জিনিসকে বারবার টেলিকাস্ট করা হচ্ছে যা মানুষের জন্য ক্ষতিকর।
এছাড়া উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডির অধ্যাপক ড. অভিজিৎ রায়, বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক এবং লেখক সৈয়দ বদরুল আহসান, রাজ্যসভার সাংসদ তথা উর্দু দৈনিক আকবর-ই মাশরিক পত্রিকার সম্পাদক নাদিমুল হক, আলিয়া বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার সৈয়দ নুরুস সালাম, আলিয়া বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন বিভাগীয় প্রধান তথা এই অনুষ্ঠানের কনভেনর ড.গাজালা ইয়াসমিন, অধ্যাপক ড. মোহাম্মদ রিয়াজ, অধ্যাপক ড. কাইফিয়া আনসার লস্কর সহ ডিপারমেন্টের সকল ছাত্র-ছাত্রী সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct