আপনজন ডেস্ক: আফগানিস্তানে নয় ব্যক্তিকে প্রকাশ্যে বেত্রাঘাত করেছে ক্ষমতাসীন তালেবান। এ ছাড়া চুরির দায়ে তালেবান প্রকাশ্যে চার ব্যক্তির হাত কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর এএনআইয়ের। মঙ্গলবার দেশটির কান্দাহারের আহমেদ শাহি স্টেডিয়ামে বেত্রাঘাতের ঘটনাটি ঘটে। দেশটির সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেছেন, ডাকাতি ও সমকামিতার দায়ে নয়জনকে সাজা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের বিবৃতিটি টুইট করেছে আফগানিস্তানের টোলো নিউজ। বেত্রাঘাতের সময় স্থানীয় কর্তৃপক্ষ ও কান্দাহারের বাসিন্দারা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র হাজি জায়েদ বলেছেন, দোষী ব্যক্তিদের ৩৫ থেকে ৩৯টি করে বেত্রাঘাত করা হয়েছে। ব্রিটিশ-আফগান সমাজ-রাজনৈতিক কর্মী শবনম নাসিমি বলেছেন, কান্দাহারের একটি ফুটবল স্টেডিয়ামে দর্শকদের সামনে মঙ্গলবার তালেবান চারজনের হাত কেটে দিয়েছে বলে জানা গেছে। চুরির অভিযোগে তাদের হাত কাটা হয়। শবনম নাসিমি বলেন, আফগানিস্তানে ন্যায়বিচার ও যথাযথ প্রক্রিয়া ছাড়াই লোকজনকে বেত্রাঘাত, অঙ্গচ্ছেদ ও মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এটা মানবাধিকারের লঙ্ঘন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct