জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: হঠাৎ করে পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের বাঘমুন্ডি কৃষক বাজারে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ক্ষুব্ধ চাষিরা। ঘটনাটি,মঙ্গলবার সকাল আটটায় পুরুলিয়ার বাঘমুন্ডি কৃষক বাজারের বিদ্যুৎ কেটে দেয় বিদ্যুৎ দপ্তর। ধান বিক্রি করতে আসা একাংশ চাষিরা জানান, আমরা জানতে পারি নাই যে ধান নিয়ে আসার পর বিদ্যুৎ কেটে দিয়েছে বিদ্যুৎ দপ্তর। গাড়ি ভাড়া করে ধান নিয়ে এসেছেন অনেক দূর থেকে ধান বিক্রি করার জন্য। তাই তারা ক্ষুব্ধ। অন্যদিকে পারচেজ আধিকারিক উৎপল গরাই জানান, বকেয়া বিদ্যুৎ বিল থাকায় বিদ্যুৎ দপ্তর থেকে কেটে দিয়েছে বিদ্যুৎ পরিষেবা।প্রায় সাড়ে চার ঘণ্টা পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাস পুনরায় বিদ্যুৎ সংযোগ করে দেয় বিদ্যুৎ দপ্তর। ধান ওজন থেকে শুরু করে অনলাইনের সমস্ত কাজ হয় স্বাভাবিক। বিদ্যুৎ পুনরায় সংযোগ হওয়ায় খুশি বিক্রি করতে আসা চাষিরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct