আনোয়ার আলি, মেমারি, আপনজন: মঙ্গলবার বিকালে মেমারি পৌরসভার উদ্যোগে আয়োজিত ১১ তম মেমারি বইমেলার উদ্বোধন করলেন বিশিষ্ট সাহিত্যিক তমাল বন্দোপাধ্যায়। মেমারি নতুন বাসস্ট্যান্ডে লতা মঙ্গেশকর মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন ও প্রথাগতভাবে ঘন্টা বাজিয়ে বইমেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান ও বইমেলা কমিটির সম্পাদক স্বপন বিষয়ী, ভাইস-চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, এসডিও কৃষ্ণেন্দু মন্ডল, বিডিও ড. আলি মহঃ ওয়ালিউল্লাহ, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, সমাজসেবী নিত্যান্দ ব্যানার্জী, এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মেলায় প্রায় ৪৫ টি প্রকাশক ও ২০টি বানিজ্যিক স্টল বসেছে। পৌরপ্রধান ও বইমেলা কমিটির সম্পাদক স্বপন বিষয়ী জানান, আগামী ২৪শে জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন বেল ১২টা থেকে রাত্রি ৯ পর্যন্ত মেলা খোলা থাকবে। কোন প্রবেশ মূল্য নেই। সমগ্র উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কল্লোল কোনার ও বসির রসুল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct