সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: সৌদি আরবে কাজে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মুর্শিদাবাদ জেলার ডোমকলের এক পরিযায়ী শ্রমিকের। পেটের টানে সৌদি আরবের জেদ্দা শহরে গত এগারো মাস আগে কাজ করতে গিয়েছিলেন মুর্শিদাবাদের ডোমকলের টিকটিকি পাড়ার বাসিন্দা আক্তারুল মন্ডল। তবে সৌদি আরব থেকে আর ফিরে আসা হল না। সৌদি আরবেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় আক্তারুল মন্ডলের। তার মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে পরিবারের পাশাপাশি গ্রামবাসীরা । পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শোকে স্তব্ধ হয়ে গিয়েছে আত্মীয়-স্বজন। কফিন বন্দি দেহ ফেরার অপেক্ষায় পরিবারের সদস্যরা। তবে আদৌ কি ফেরাতে পারবে সৌদি আরব থেকে আক্তারুলের মৃতদেহ। স্বপ্ন ছিল কাজ করে অর্থ উপার্জন করে ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করবে। সব স্বেপ্ন শেষ বলে পরিবারের লোকজন জানান। তবে এখন প্রহর গুনছে কিভাবে ফেরানো যায় তার মৃতদেহ। শেষ দাফনটা যদি এখানে করা যেত হয়তো পরিবারের লোকজনের মনে একটু শান্তি হত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct