দেবাশীষ পাল, মালদা, আপনজন: জেলা কংগ্রেসের উদ্যোগে ভারত জোড়ো যাত্রা মালদা জেলাতেও। পূর্ব নির্ধারিত দুই দিনের কর্মসূচি। সোমবার বৈষ্ণবনগর থানার পিটিএস মোড় থেকে শুরু হয়েছিল ভারত জোড়ো যাত্রা। বিরতি নেওয়া হয় কালিয়াচক থানার সুজাপুর এলাকায়। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ আবার শুরু হয় পদযাত্রা।ভারত জোড়ো যাত্রায় অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, সাংসদ আবু হাসান চৌধুরী, কংগ্রেসের মালদা জেলা সাধারণ সম্পাদক ইশা খান চৌধুরী, ভূপেন্দ্রনাথ হালদার সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।
জাতীয় সড়ক ধরে পদযাত্রা শুরু হয়। এদিন দুপুরে বিরতি নেওয়া হয় ইংরেজবাজার ব্লকের সুস্তানি মোড় এলাকায়। যাত্রা শেষ হবে পুরাতন মালদার মঙ্গলবাড়ী এলাকায়। সেখানে হবে একটি সভা। নাফরৎ ছোড়ো আরো জোড় এর স্লোগানকে সামনে রেখে গত ৭ সেপ্টেম্বর সাগর থেকে পাহাড় ভারত যাত্রা শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মালদা জেলাতেও পদযাত্রার দুই দিনের কর্মসূচি গ্রহণ করা হয় জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, শিল্পের সঙ্গে সংস্কৃতির সঙ্গে মুখ্যমন্ত্রীর সরকার কখনও রাজনৈতিক প্রতিশোধ নিতে পারে না।দেব এবং মিঠুন চক্রবর্তী তারা আলাদা দলের সঙ্গে যুক্ত থাকলেও তারা অভিনেতা। পদযাত্রায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন অধীর বাবু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct