নাজিম আক্তার, সামসী, আপনজন: রাতের আধারে ঘুমন্ত যুবকের পুরুষাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ মালদা জেলার রতুয়া-১ নং ব্লকের সামসীর একটি গ্রামে।ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়।খবর পেয়ে রাতেই সামসী ফাঁড়ির পুলিশকর্মীরা ঘটনাস্থলে যায়।এখনও এবিষয়ে থানায় কোনও অভিযোগ দায়ের না হলেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। দোষীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামসীর একটি গ্রামে ১৯ বছরের ওই যুবকের বাড়ি। সে স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করে।সোমবার রাতে খাবার খেয়ে ওই যুবক নিজের ঘরে ঘুমিয়ে পড়ে।ঘরে সে একাই ছিল।
অভিযোগ,রাত সাড়ে ৯টা নাগাদ কয়েকজন অজ্ঞাত পরিচয় যুবক তার শোওয়ার ঘরে প্রবেশ করে। সকলের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে ওই যুবকের পুরুষাঙ্গ কেটে নিয়ে পালিয়ে যায় তারা।এরপর যুবকের চিৎকারে বাড়ির লোকজন ঘুম থেকে জেগে তার ঘরে আসেন। তাঁরা যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য রাতেই সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় সেখান থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।আক্রান্তের সেখানেই চিকিৎসা চলছে বলে পরিবার সূত্রে জানা যায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,ওই যুবক কিছুটা মেয়েলি স্বভাবের।সে কিছুদিন ধরে নিজেকে মেয়ে পরিচয় দিয়ে এক যুবকের সঙ্গে নিয়মিত ফোন,ফেসবুক মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করত। এছাড়াও ওই যুবক গ্রামের একটি মেয়ের সঙ্গে প্রেমও করত বলে গুঞ্জন। প্রতিহিংসাবশত কেউ বা কারা ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে স্থানীয়দের অনুমান। যুবকের বাবা বলেন, ‘রাতে ছেলের চিৎকারে ঘুম ভাঙে। উঠে দেখি, ছেলে ঘরের মেঝেতে নগ্ন অবস্থায় পড়ে আছে। রক্তাক্ত অবস্থায় তাকে চিকিৎসার জন্য সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাই। পরে মালদায় রেফার করা হয়। ছেলের সঙ্গে কেন এমন ঘটনা ঘটল, তা কিছুতেই বুঝে উঠতে পারছি না। পুলিশ জানান,পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হলেই তদন্ত শুরু হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct