মনিরুজ্জামান, দেগঙ্গা, আপনজন: দীর্ঘ দু’বছর স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নি। সবকিছু স্বাভাবিক থাকায় এবার অনুষ্ঠিত হল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।মঙ্গলবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের কলসুর গ্রাম পঞ্চায়েতের কলসুর বালিকা বিদ্যালয়ের ২০২৩ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো স্হানীয় উত্তর কলসুর জুনিয়র বেসিক স্কুলের মাঠে।দীর্ঘ দু’বছর পরে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার ফলে স্কুলের ছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল নজর কাড়ার মতো।সকালে পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল। প্রদীপ প্রজ্বলন করা হয়। ছাত্রীরা বন্দেমাতরম গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে।যেটা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়ে নেয়।প্রতিযোগিতার শুরুতে ছাত্রীদের শপথ বাক্য পাঠ করানো হয়। এদিন মাঠে উপস্থিত ছিলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, জেলা পরিষদের সদস্যা ঊষা দাস, শিক্ষা কর্মাধ্যক্ষ অসিত মন্ডল, স্হানীয় প্রধান অজয় বৈদ্য,বেড়াচাঁপা -১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ নওসাদ উদ জামান,স্কুল পরিচালন সমিতির সভাপতি মনিরুজ্জামান, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ড. স্নিগ্ধা সিনহা,কলসুর হাইস্কুলের প্রধান শিক্ষক বরুণ কান্তি বালা, সোহাই শ্বেতপুর পঞ্চায়েতের উপ প্রধান রিঙ্কু সাহাজি,স্কুল পরিচালন সমিতির সদস্য গৌরাঙ্গ মাজি, জহরুল তরফদার, পাপিয়া মন্ডল সহ আরও অনেকে।১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, হাই জাম্প,অঙ্ক দৌড়, মেমরি টেস্ট, যেমন খুশি সাজো সহ ২১ ইভেন্টে মোট ২৬০ জন ছাত্রী অংশগ্রহণ করে। দীর্ঘ দু’বছর পরে অনুষ্ঠিত স্কুলের এবারের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়।স্কুলের শিক্ষিকারাও উৎসাহের সঙ্গে এই প্রতিযোগিতা পরিচালনা করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct