আপনজন ডেস্ক: এমনিতেই ব্যস্ত সূচি, একের পর এক সিরিজ চলছেই। ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ নেই। তাই ভারতের একের পর এক ক্রিকেটার ইনজুরিতে পড়ছেন। চোটের কারণে এখন পর্যন্ত দলের বাইরে যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। গাড়ি দুর্ঘটনার পর থেকে হাসপাতালে ঋষভ পন্থ। এবার নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রেয়স আয়ার। বিসিসিআই জানিয়েছে, শ্রেয়স আয়ার পিঠের চোটে আক্রান্ত। এ কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ তিনিে খেলতে পারবেন না। তার বদলি হিসেবে নেওয়া হয়েছে রজত পাতিদারকে। ওয়ানডের ক্রিকেটে ছন্দে ছিলেন শ্রেয়স। তাকে না পাওয়া মানে মিডল অর্ডারে ভারতের শক্তি কমে গেল। অন্যদিকে সূর্যকুমার যাদবের কপাল খুলে যেতে পারে। শ্রেয়স না থাকায় মিডল অর্ডারে সুযোগ পেতে পারেন তিনি। উল্লেখ্য, আজ বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যন্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ হায়দরাবাদে। পরের ম্যাচ ২১ জানুয়ারি রায়পুরে এবং ২৪ জানুয়ারি শেষ ম্যাচ হবে ইন্দোরে। এরপর ২৭ জানুয়ারি থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। ম্যাচগুলো হবে রাঁচি লখনৌ এবং আহমেদাবাদে। শেষ দুটি ম্যাচ যথাক্রমে ২৯ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct