আপনজন ডেস্ক: আমি কখনই আরএসএস অফিসে যাব না। এমনকী আমার গলা কেটে ফেললেও আমি যাব না। আমার পরিবারের একটি মতাদর্শ রয়েছে, এর একটি চিন্তাধারা রয়েছে। পাঞ্জাবের হোশিয়ারপুরে ভারত জোড়ো যাত্রার ফাঁকে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তার খুড়তুতো ভাই এবং বিজেপি সাংসদ বরুণ গান্ধীর সাথে যোগাযোগের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যে তাদের মতাদর্শের সাথে মিল নেই। রাহুল বলেন, আমি তার সাথে দেখা করতে পারি, তাকে আলিঙ্গন করতে পারি। কিন্তু আমি সেই মতাদর্শ মেনে নিতে পারি না, এটা অসম্ভব।
বরুণ গান্ধীকে নিয়ে তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন জল্পনা চলছে যে বিজেপি সাংসদ, যিনি প্রায়শই নিজের দলের সমালোচনা করে আসছেন। তিনি কংগ্রেসে যোগ দিতে পারেন এমনই জল্পনা। এক প্রশ্নের জবাবে রাহুল বলেন, বরুণ বিজেপিতে রয়েছেন এবং তিনি যদি ভারত জোড়ো যাত্রায় যান তবে সমস্যার মুখোমুখি হবেন। গেরুয়া দল আপত্তি করতে পারে। রাহুল আরও বলেন, সব প্রতিষ্ঠানের ওপর চাপ রয়েছে। সংবাদমাধ্যমের ওপর চাপ আছে, আমলাতন্ত্রের ওপর চাপ আছে, নির্বাচন কমিশনের ওপর চাপ আছে, তারা বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করছে। তিনি দাবি করেন, দেশের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া এখন ‘অনুপস্থিত’। ইভিএম মেশিন নিয়ে তিনি বলেন, এটা কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে অন্য দলের লড়াই নয়। এটি শাসক দল এবং বিরোধীদের মধ্যে লড়াই। যার মধ্যে একটি ফ্যাক্টর হচ্ছে ইভিএম। অন্যদিকে, এদিন ভারত জোড়ো যাত্রা চলাকালীন নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে এক যুবক রাহুলের কাছে চলে আসেন ও তাঁকে জড়িয়ে ধরেন। যাত্রাসঙ্গী ও নিরাপত্তারক্ষী বাহিনী সঙ্গে সঙ্গে তাঁকে সরিয়ে দেন। এরপর তার নিরাপত্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct