মনিরুজ্জামান, বারাসত, আপনজন: খাজা মইনুদ্দিন চিশতী,নিজামুদ্দিন আউলিয়া তাঁদের উত্তরসূরি হিসেবে পীর হযরত একদিল শাহ উত্তর ২৪ পরগনার বারাসত কাজীপাড়ায় এসেছিলেন ধর্ম প্রচারে। ধর্মকে দূরে সরিয়ে রেখে সম্প্রীতির মিলনস্থল হয়ে ওঠে এই মেলা। সোমবার এই মেলায় উপস্থিত হয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, শান্তি সম্প্রীতি প্রেমী বাঙালী যেভাবে জাতপাতের ঊর্ধ্বে উঠে এই জাতীয় অনুষ্ঠান করে থাকে, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। বারাসাত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় আয়োজক কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় হাই স্কুলের প্রধান শিক্ষক এসরাক আলী, কাউন্সিলর মারিয়াম কাজী, সমাজসেবী মাসুদুর রহমান, মেলা কমিটির আয়োজক রতন কুমার দাস, ইমতিয়াজ আলী,নাসির উদ্দিন,আলি ইকরাম,রাকেশ, মোস্তফা, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মামুন আক্তার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct