নিজস্ব প্রতিবেদক, হুগলি, আপনজন: হুগলি জেলার চেড়াগ্রামের “পাশে আছি” সামাজিক সংগঠনের উদ্যোগে দুস্থ পথআশ্রিত মানুষদের শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ কর্মসূচি করা হল রবিবার। উপস্থিত ছিলেন আবামার সভাপতি আবু আফজাল জিন্না, “পাশে আছি” সংগঠনের সভাপতি গোলাম মাসুদ কয়াল ও সম্পাদক সাহিল মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের দায়িত্বশীল অন্যান্য কর্মীরাও। এই কর্মসূচি নিয়ে আবু আফজাল জিন্না বলেন যে, আজ শুধু দুস্থ মানুষ নয় যাদের এই প্রকট শীত নিবারণের জন্য শীত বস্ত্র নেই, যারা সকাল, বিকাল, দুপুর, রাত্রি সব সময়টাই স্টেশন এর পাশে রাস্তায় কাটান, যারা প্রকৃতই খুব অসহায় তাদের হাতে তুলে দেওয়া হল কম্বল। তিনি বলেন মানব সেবাই পরম ধর্ম। এই সংগঠন আরও এগিয়ে যাবে এবং মানব সেবায় আরও নিয়োজিত হবে। সংগঠনের সম্পাদক সাহিল মল্লিক বলেন, আজ আমরা বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় যারা এই ঠান্ডায় রাস্তায় কোনো শীতবস্ত্র ছাড়াই শুয়ে আছেন এই প্রকট শীতে তাদের শীত বস্ত্র প্রদান করা হলো। এর পর অন্যান্য স্টেশন এ যাব এবং এই কর্মসূচি আমাদের চলবে পথ আশ্রিত দুস্থ মানুষদের জন্য।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct