নিজস্ব প্রতিনিধি, আপনজন: আবাস যোজনায় দুর্নীতি নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি। সোমবারে সাগরদিঘির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এই প্রকল্পে দুর্নীতি করছে বিজেপি।এদিন তৃণমূল চেয়ারপার্সন বলেন, জায়গায় জায়গায় বিজেপি নেতারা নিজেদের লোকের নাম ঢুকিয়ে দিচ্ছে। তা নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে ৬ বিজেপি নেতামন্ত্রীর নাম। তালিকায় রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থেকে বিধায়কের আত্মীয়-পরিজনের নাম। আবার কোথাও সুবিধাভোগী খোদ নেতা-নেত্রী। এবার তৃণমূল সুপ্রিমো ফের এই অভিযোগ তুলে সরব হলেন।উল্লেখ্য, আবাস যোজনার টাকা, ১০০ দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা না পাওয়া নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, এদিন আবাস যোজনার প্রাপ্য টাকা চেয়ে রাজ্যের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ণ মন্ত্রককেও। এদিন তিনি বলেন, ‘কেন্দ্রীয় রাজত্ব চলবে না। ক্ষমতা আজ আছে, কাল নেই’। তাঁর কটাক্ষ, ‘ক্ষমতায় আছে বলে নিজেকে হিরো মনে করছে। ক্ষমতায় না থাকলেই জিরো, বিগ জিরো’। তাঁর নিশানায় ছিল, বাম এবং কংগ্রেসও। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, রাজ্যের টাকা এবং উন্নয়ন আটকাতে রাম-বাম- শ্যাম জোট বেঁধেছে। ওরা বিজেপি-বাম ও কংগ্রেস।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct