নিজস্ব প্রতিনিধি, আপনজন: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিজেপি পরিচালিত কেন্দ্রের নির্দেশে বাংলার সরকারকে হেনস্থা করছে। তৃণমূলের শক্তিশালী লোকদের খুঁজে বের করে অপদস্থ করা হচ্ছে। আর তা করছে ‘দিল্লির লাড্ডুরা’। এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।সোমবার সাগরদিঘির সভা থেকে তিনি বলেন, এভাবে বাংলার সরকারকে রোখা যাবে না। বলেন, ‘রয়্যাল বেঙ্গল টাইগারদের রুখতে পারবে না দিল্লির লাড্ডুরা’। এদিন তিনি বলেন, ‘কেন্দ্রীয় রাজত্ব চলবে না। ক্ষমতা আজ আছে, কাল নেই’। তাঁর কটাক্ষ, ‘ক্ষমতায় আছে বলে নিজেকে হিরো মনে করছে। ক্ষমতায় না থাকলেই জিরো, বিগ জিরো’। হুঁশিয়ারি, ‘বুলডোজারের রাজনীতি বেশিদিন চলবে না। ক্লোজার হবেই’। বলেন, ‘বদলা নেব না, বদল হবেই’।তাঁর কটাক্ষ, বিজেপি চালিত সরকার মানেই আধার, প্যান, ক্যা ক্যা (সিএএ), এনআরসি’র নামে চক্রান্ত। এরপরেই তিনি বলেন, ‘দিল্লির লাড্ডুরা বুঝতে পারছেন রয়েল বেঙ্গল টাইগারকে কি আটকানো যায়?’ মুখ্যমন্ত্রীর দৃঢ় বক্তব্য, ‘এতে তৃণমূল আরও শক্তিশালী হচ্ছে’। জমায়েতের উদ্দেশ্যে তিনি বলেন, কুৎসা-অপপ্রচারে কান দেবেন না। যা হবে সরাসরি জানাবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct