নিজস্ব প্রতিনিধি, আপনজন: এবার দুয়ারে এসএসকেএম । অবাক হচ্ছেন? সত্যি ঘরে ঘরে পৌঁছে যাবেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা। আর ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে এই পরিষেবা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবের পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে তিনি বলেছিলেন, যদি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তাঁরা সপ্তাহে অন্তত তিন-চারদিন পরিষেবা দেওয়া যায় তাহলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ উপকৃত হবেন।সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবের পরেই জুনিয়র ডাক্তারদের গ্রামীণ এলাকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে শুধু এসএসকেএম’ই নয়, ধীরে ধীরে অন্যান্য মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও প্রত্যন্ত এলাকায় গিয়ে সুস্বাস্থ্য কেন্দ্রের শিবির করে বসবেন।
কারন বহু অভিযোগ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ এসেছিল, বেশ কিছু হাসপাতাল আইসিইউতে মৃতদেহ আটকে রাখে টাকার জন্য। তা যেন কোথাও না হয়, এদিন এমনই কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। বলেন, গভীর রাতে বা ভোরে অনেকের হার্ট অ্যাটাক করেন বা দুর্ঘটনা হয়। তখন পরিষেবা দেন এই জুনিয়র ডাক্তাররাই। এরপরেই বলেন, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা একমাত্র বাংলাতেই পাওয়া যায়। দেশের আর কোথাও তা পাওয়া যায় না। এদিন রেডিও থেরাপি বিভাগের সেমিনার হল, পুলিশ হাসপাতালের ১.৫ টেলসা এমআরআই ইউনিট, হেড নেক সার্জারি বিভাগের ১০টি আইসিইউ সহ মোট ৬টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct