জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: অবশেষে ঝালদা পৌরসভা দখল নিল কংগ্রেস। সোমবার পৌরপ্রধান নির্বাচনে ঝালদা পৌরসভায় ৭-০ ভোটে জয়লাভ করল কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে পৌরপ্রধান নির্বাচন করা হয়েছে ৩ নং ওয়ার্ডের নির্দল কাউন্সিলার শীলা চ্যাটার্জীকে। জানা যায় তৃণমুল কংগ্রেসের কাউন্সিলাররা এদিন ভোটে অংশগ্রহণ করলেও তারা ভোট দান করেন নি। কলকাতা উচ্চ আদালতের নির্দেশে এদিন পুরুলিয়ার ঝালদা পৌরসভায় সম্পন্ন হয় পৌরপ্রধান নির্বাচন। সকাল থেকেই ঝালদা পৌরসভার ২০০ মিটার জুড়ে জারি ছিল ১৪৪ ধারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝালদা শহর জুড়ে মোতায়ন ছিল বিশাল পুলিশ বাহিনী। পৌরসভার ২০০ মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ জারি করা হয়। ১২ টি আসন বিশিষ্ট ঝালদা পৌরসভায় বর্তমানে সমীকরণ রয়েছে কংগ্রেস ৬, তৃণমূল ৫ এবং কংগ্রেস সমর্থিত নির্দল ১। উল্লেখ্য, বিগত পৌর নির্বাচনে তৃনমূল ৫, কংগ্রেস ৫ এবং নির্দল ২ টি ওয়ার্ডে জয়লাভ করে। ১ জন নির্দল কাউন্সিলার তৃণমূলে যোগদান করলে বোর্ড গঠন করে তৃনমূল। এরই মধ্যে গুলিকাণ্ডে মারা যান ২ নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু। পরবর্তীকালে সেই ওয়ার্ডে উপ নির্বাচন হলে জয়লাভ করে নিহত তপন কান্দুর ভাইপো তথা কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু। এরপরই বিগত বছরের ১৩ ই অক্টোবর ঝালদা পৌরসভার পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকে কংগ্রেস ও নির্দল কাউন্সিলাররা। এরই মধ্যে তৃণমূল ত্যাগ করেন নির্দল কাউন্সিলার শীলা চ্যাটার্জী। আস্থা ভোটে ৭-০ ভোটে জয়লাভ করে কংগ্রেস।
অপসারণ হয় তৃণমূলের পৌরপ্রধান। তারপরই ২ ই ডিসেম্বর শুক্রবার রাজ্যের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগ কাউন্সিলার জবা মাছুয়ারকে ঝালদা পৌরসভায় নতুন চেয়ারম্যান নিয়োগ করে। তার ২৪ ঘন্টা মধ্যেই নির্দল কাউন্সিলার শীলা চ্যাটার্জীকে পৌরপ্রধান নির্বাচিত করে কংগ্রেস ও নির্দল কাউন্সিলাররা। এই মামলা গড়ায় কলকাতা উচ্চ আদালত পর্যন্ত। গত ৫ ই ডিসেম্বর এই মামলায় কংগ্রেসের নির্বাচিত এবং রাজ্য সরকারের নিয়োজিত দুই পৌর প্রধানের উপর স্থগিতাদেশ জারি করে পুরুলিয়ার জেলাশাসককে এক মাসের জন্য ঝালদা পৌরসভায় অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ করে কলকাতা উচ্চ আদালত। পরবর্তীকালে কলকাতা উচ্চ আদালতের বিচারপতি অমৃতা সিনহা ঝালদা পুরসভার পৌরপ্রধান নির্বাচনের দিন ধার্য করে ১৬ ই জানুয়ারী। সেই মতো এদিন ঝালদা পৌরসভায় সম্পন্ন হল পৌরপ্রধান নির্বাচন। পৌর সভা দখল নেয় কংগ্রেস। পৌর প্রধান হয় কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী শীলা চ্যাটার্জি
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct