আব্দুস সামাদ মন্ডল, হাওড়া, আপনজন: ২১ জানুয়াির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস।প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা রানী রাসমণি এভিনিউতে এক সমাবেশের ডাক দিয়েছে আইএসএফ। আর তারই প্রস্তুতি সভা করছে রাজ্যের বিভিন্ন প্রান্তে গতকাল হাওড়া জেলার জগৎবল্লভপুরের বড়গাছিয়ার সন্ধ্যাবাজারে এক জনসভা হয়। এই সভাতে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান ও বিধায়ক মোহাম্মাদ নওসাদ সিদ্দিকী। এই সভাতে নওসাদ সিদ্দিকী বিভিন্ন ক্ষেত্রে শাসক তৃণমূল কংগ্রেসের কঠোর সমালোচনা করেন। তিনি এই প্রসঙ্গে সাম্প্রতিক আবাস যোজনায় তৃণমূলের নজিরবিহীন স্বজনপোষণের দৃষ্টান্ত তুলেও ধরেন। তিনি বলেন দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস এখন সমার্থক। আগামী পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতিবাজদের সরিয়ে স্বচ্ছ পঞ্চায়েত তৈরি করা দরকার। ঐ পঞ্চায়েত প্রকৃত অর্থেই জনগনের পঞ্চায়েত হবে। ঐ পঞ্চায়েত তৈরির জন্য আইএসএফের পতাকাতলে ব্যাপক অংশের মানুষকে সমবেত করার আহ্বান জানান আইএসএফ চেয়ারম্যান। আগামী ২১ তারিখে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার সমাবেশকেও সফল করার আহ্বান জানান বিধায়ক। উক্ত জনসভাতে উপস্থিত ছিলেন হাওড়া জেলার সভাপতি সেখ সাবির আহমেদ, রাজ্য নেতৃত্ব ও অফিস সম্পাদক নাসিরউদ্দিন মীর সহ আরো অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct