আপনজন ডেস্ক: মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসির সরকারের বিরুদ্ধে ২০১৯ সালে বিক্ষোভে অংশ নেয়ায় রোববার ৩৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির এক সামরিক আদালত। ২০১৩ সালে অভ্যুত্থানের মাধ্যমে মোহাম্মদ মুরসি সরকার উৎখাতের পর প্রেসিডেন্ট হন এল-সিসি। এরপর পুলিশের অনুমোদন ছাড়া বিক্ষোভ আয়োজনের উপর নিষেধাজ্ঞা দিয়ে একটি আইন পাস করা হয়। ২০১৯ সালে এল-সিসি ও সামরিক এলিটদের দুর্নীতির বিরুদ্ধে মিশরের কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছিল। এগুলো আয়োজনে পুলিশের অনুমোদন ছিল না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct