সুব্রত রায়, কলকাতা, আপনজন: কলকাতা বইমেলার উদ্বোধনের সময়ের পরিবর্তন হলো এবার। বিকেল সাড়ে চারটের পরিবর্তে এবার দুপুর ২টার সময় ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হবে। ৩০ জানুয়ারি দুপুর ২টায় কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে সল্টলেকে মেলা প্রাঙ্গন পরিদর্শন করতে এসে এমনটাই জানান ,গিল্ড এর সেক্রেটারি ত্রিদিব চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন গিল্ড এর সভাপতি সুধাংশু শেখর দে, বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার গৌরব শর্মা সহ বিধাননগর পুলিশ আধিকারিকরা, পূর্ত দপ্তর ও বিধাননগর কর্পোরেশনের প্রতিনিধিরা।৪৬ তম কলকাতা বইমেলা শুরু হতে চলেছে আগামী ৩০ জানুয়ারি। এবার থিম কান্ট্রি ‘স্পেন’। কলকাতা বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে সল্টলেক বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করলেন গিল্ড এর প্রতিনিধি দল এবং বিধাননগর পুলিশ কর্তারা। জানা গিয়েছে, এবার সল্টলেকের বই মেলা ঘিরে কড়া নিষিদ্ধ নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে । ক্লোজ সার্কিট ক্যামেরার পাশাপাশি থাকছে ওয়াচ টাওয়ার। এবার মেলার বাইরে খাবার গরম করা এবং রান্নার ব্যবস্থা করা হয়েছে ।মোট ছোট বড় মিলে ৯০০স্টল এবার কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে। একাধিক গাড়ি পার্কিং এর ব্যবস্থার পাশাপাশি গাড়ি পার্কিং স্পটগুলিতেও থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরাতে মনিটরিং সিস্টেম। আগামী বছর থেকে সল্টলেকে কলকাতা বইমেলা প্রাঙ্গণে পথচারীদের রাস্তা পারাপারের জন্য সাবওয়ে ব্যবস্থা চালু হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct