নিজস্ব প্রতিনিধি, জগদ্দল, আপনজন: শিয়ালদা ডিভিশনের নর্থ শাখায় একাধিকবার হকার উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। বারবার তার বিরোধিতা ও করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের সংগঠন। এমনকি হকারদের বিক্ষোভের জেরে বারবার পিছু হটতে হয়েছে রেল প্রশাসনকেও। আজ সকালে জগদ্দল স্টেশনে হকার উচ্ছেদ করতে যায় আরপিএফের বিশেষ টিম। সকাল থেকেই হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা তৈরি হয় জগদ্দল স্টেশন চত্বরে। তবে আটোসাটো নিরাপত্তার মধ্যে দিয়েই জগদ্দল স্টেশনে তিনটি বন্ধ দোকানঘর ভেঙে দেয় রেল পুলিশ। গোটা বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন হকারদের একাংশ। তাদের দাবি, আমরা দিন আনি দিন খাই। এর মধ্যেই পেটে লাথি মারল রেল কর্তৃপক্ষ। ট্রেনে হকারি করে কত টাকাই বা রোজগার হয়। রেল প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে চরম উদ্বেগে রয়েছে হকার মহল। যদিও গোটা ঘটনার বিরোধিতা করেছেন ভাটপাড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অরুণ ব্যানার্জি। হকারদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, কোন রকম আলাপ-আলোচনা ছাড়াই রেল কর্তৃপক্ষের এই মনোভাব মেনে নেওয়া যায় না। এর ফলে কোন হকার এই ব্যবসার মাধ্যমে তার পরিবার প্রতিপালন করত কেউ বা পরিবারের কারো চিকিৎসার খরচ বহন করত কেউ বা ছেলে মেয়ের লেখাপড়াতে টাকার যোগান দিত। তা বন্ধ হয়ে গেল । আমার মনে হয় আলোচনা করেই এদের সঠিক পুনর্বাসন দিয়ে তবেই রেল প্রশাসনের এই পদক্ষেপ নেওয়া উচিত। এদিন যে দোকানগুলি জগদ্দল স্টেশন থেকে ভাঙ্গা হয় সেগুলোকে নিয়ে যায় রেল প্রশাসন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct