আপনজন ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে রবিবার রাতে মুখোমুখি হয়েছিল টটেনহ্যাম ও আর্সেনাল। টটেনহ্যামের ঘরের মাঠে ২-০ গোলে জিতেছে গানাররা। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো মজবুত করেছে আর্সেনাল। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে গেছে অন্য একটি বিষয়। আর্সেনালের গোলরক্ষক অ্যারন র্যামসডেলকে লাথি মেরেছে এক টটেনহ্যাম সমর্থক। ম্যাচের এক পর্যায়ে গোলের একটি সুযোগ পেয়েছিলেন টটেনহ্যামের রিচার্লিসন। কিন্তু আর্সেনালের গোলরক্ষকের দক্ষতায় গোল করতে পারেননি তিনি। এতেই মেজাজ হারিয়ে ফেলেন ব্রাজিলীয় তারকা, ধাক্কা মারেন র্যামসডেলকে। এরপর গোলপোস্টের পেছনে পানির বোতল নেওয়ার জন্য গিয়েছিলেন র্যামসডেল। এমন সময় এক টটেনহ্যাম সমর্থক হোর্ডিং টপকে র্যামসডেলকে সপাটে লাথি মারেন। তাতে রেগে যান আর্সেনালের গোলরক্ষক। পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগে মাঠের নিরাপত্তারক্ষীরা সেখানে চলে আসেন। এমন ঘটনার জন্য ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে টটেনহ্যাম। বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় আমরা ক্ষমাপ্রার্থী। দোষী সমর্থকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct