নিজস্ব প্রতিবেদক, বারুইপুর, আপনজন: মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির ১৬ তম ত্রি বার্ষিক দক্ষিন ২৪ পরগনা জেলার সম্মেলন বারুইপুরে অনুষ্ঠিত হল। কেন্দ্রীয় নেতৃত্ব ও জেলা নেতৃত্ব সহ জেলার বহু মাদ্রাসার প্রধান শিক্ষক সহশিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের উপস্থিতিতে বক্তব্য রাখছেন মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির রাজ্য মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন। তিনি বলেন , বিগত ৪৮ বছর ধরে এ রাজ্যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যাবতীয় উন্নয়নের ক্ষেত্রে একমাত্র ভূমিকা পালন করে চলেছেন মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতি। সাজ্জাদ হোসেন আরো বলেন, মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর এই রাজ্যের মাদ্রাসা শিক্ষাগুলিতে পরিকাঠামগত যে উন্নয়ন ঘটিয়েছেন তা বিগত বছরগুলোতে কখনো হয়নি। সম্মেলনে সমিতির রাজ্য সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক আলী হোসেন মিদ্দা, কনভেনার সৈয়দ শাফাকাত হোসেন, যুগ্ম সম্পাদক আতিয়ার রহমান, সভাপতি শহিদুল ইসলাম, কবিউল ইসলাম, দক্ষিণ ২৪ পরগনা জেলার সম্পাদক শেখ মইনুদ্দিন সভাপতি মোজাফফর হোসেন, আব্দুল মোমেন, ওবায়দুর রহমান মল্লিক, আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ৬-৭ ফেব্রুয়ারি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ১৬ তম ত্রি বার্ষিক রাজ্য সম্মেলনে উপস্থিত থাকার জন্য।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct