এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: উত্তর ২৪ পরগণার বনগাঁ সাংগঠনিক জেলা ‘আইএনটিটিইউসি’-এর পক্ষ থেকে শ্রমিক সমাবেশ এবং শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষের তত্ত্বাবধানে তৃণমূলের শ্রমিক সংগঠনের ওই সমাবেশ থেকে এদিন দশ হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। বনগাঁর খেলাঘর ময়দানে আইএনটিটিইউসির শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বিজেপির নেতারা রক্তগঙ্গা বৈইয়ে দেওয়ার কথা বলেন অর্থাৎ ওরা রক্ত নেওয়ার কথা বলে। আর তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মীরা মানুষের জন্য রক্ত দেওয়ার কথা বলেন। এখানেই বিজেপির সঙ্গে তৃণমূলের পার্থক্য।’ সম্প্রতি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার পঞ্চায়েত ভোটে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ওই মন্তব্য করেন।
দেশের স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যিনি এ কথা বলেছেন তিনি জানেন কিনা জানিনা আন্দমান সেলুলার জেলে ৫৮৫ জন বন্দী ছিলেন, আমি ওটা ৫৮৪ মনে করি কারণ সাভারকারকে আমি সেই দলে ফেলি না, সেই ৫৮৪ জনের মধ্যে ৩৯৮ জন ছিলেন অবিভক্ত বাংলার মানুষ। দেশের স্বাধীনতার জন্য যে জাতি সবথেকে বেশি রক্ত দিয়েছে, সেখানে গোটা দেশের স্বাধীনতার লড়াই এ যারা ব্রিটিশদের জন্য মুচলেকা দিয়েছে সেই ‘আরএসএস’-এর উত্তরসূরী তাদের কাছ থেকে দেশপ্রেমের কোনো পাঠ গ্রহণ করবার কোন প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। বাংলার মানুষের দেশের জন্য রক্ত দেওয়ার যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা নিয়েই বাংলার মানুষ মানুষের জন্য রক্ত দেবে, বলে কটাক্ষ করেন ঋতব্রত। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ, বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ, আইএনটিটিইউসির নদীয়া দক্ষিণ জেলার সাংগঠনিক সভাপতি সনৎ চক্রবর্তী, বসিরহাটের সাংগঠনিক সভাপতি কৌশিক দত্ত, তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান শ্যামল রায় প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct