সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: এবার মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতে ৬০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল প্রধানের বিরুদ্ধে। বিভিন্ন প্রকল্পে কাজ না করেই ভুয়ো ভাবে টাকা তুলে নেওয়ার অভিযোগের অডিও ভাইরাল। পঞ্চায়েতের টাকা আত্মসাতের ঘটনায় একটি অডিও ভাইরাল হয় রবিবাবার সকালে তার পর থেকেই তৃণমুলের অন্দরে চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে।যদিও দেবীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আনারুল ইসলামের বক্তব্য অভিযোগ কারি মিথ্যা অভিযোগ করছেন তার নামে, অভিযোগকারীরা ১০ লক্ষ টাকার দাবি করেন ওই টাকা না দেওয়ায় প্রদীপ মন্ডলের ছায়া সঙ্গীরা ফোন করে কল রেকডিং করেন সেই রেকর্ডিং মিথ্যা সেটাই চালাচ্ছে। যদিও অভিযোগ কারি প্রদীপ মন্ডল দাবি করেন যে সমস্ত প্রকল্প থেকে টাকা তুলেছে সেই সব প্রকল্প গুলো ঘুরে দেখিছি কোনো কাজ হয়নি, ঘটনার তদন্ত করলে সব পরিষ্কার হয়ে যাবে। ঘটনায় কংগ্রেস ব্লক সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা বলেন তাদের নিজেদের মধ্যে কাটমানির ভাগ কম হওয়ায় অডিও ভাইরাল করছেন নিজেরা।সিপিআইএম প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার বলেন নিচ থেকে উপর সর্বত্র কাটমানি খাওয়া হয়, কখনো ব্লক সভাপতি তো কখনো প্রধান এই ভাবেই চলছে তৃণমূলের সরকার।মানুষ এদের কে ছুড়ে ফেলবে। তৃণমূলের বিধায়ক আব্দুর রাজ্জাক বলেন যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তার সাজা হবে, আর শুধু প্রধান নয় অফিসের স্টাফ পর্যন্ত সাজা পাবে, বিডিও কে ঘটনার তদন্ত করার জন্য বলে হবে। ঘটনায় দেবীপুর অঞ্চলের প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি মতিউর রহমান ডলার বলেন যে অর্থের কথা বলে হচ্ছে সেটার কোনো প্রমান নেই, জনসম্মুখে মিটিং ডাকলেও সব হিসেব বুঝিয়ে দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct