সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বন দফতরের উপস্থিতিতে হাতির হানায় ক্ষতিগ্রস্থ হয়েছে বিঘের পর বিঘে জমির আলু গাছ। প্রতিবাদে রাতভর বন দফতরের আধিকারিক ও পুলিশ আধিকারিকদের গ্রামে আটকে রাখলেন স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকরা। ঘটনা বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের রাওতড়া গ্রামের। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যে পর্যন্ত বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর বীট এলাকায় ছিল হাতির দল। গতকাল রাত সাড়ে নটা নাগাদ বৃন্দাবনপুর বীট এলাকা থেকে প্রায় ২৭ টি হাতির একটি দল শালী নদী পেরিয়ে ঢুকে পড়ে বড়জোড়া রেঞ্জের সংগ্রামপুর বীট এলাকার রাওতড়া গ্রাম লাগোয়া ফসলের জমিতে । বন দফতরের আধিকারিকদের উপস্থিতিতেই বিঘের পর বিঘে জমির আলুর জমি মাড়িয়ে দেয় হাতির দল। বন কর্মীদের টালবাহানায় ফসলের বিপুল ক্ষতি হয়েছে এই দাবী তুলে বন দফতরের আধিকারিকদের রাতভর আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় কৃষকরা। স্থানীয়দের বিক্ষোভে গ্রামেই আটকে থাকেন বড়জোড়া রেঞ্জের রেঞ্জ অফিসার, বীট অফিসারসহ বেলিয়াতোড় থানার পুলিশ আধিকারিকরা। আজ সকালে বেলিয়াতোড় থানার বিশাল পুলিশবাহিনী গ্রামে গিয়ে বন দফতরের আধিকারিকদের উদ্ধার করে। স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকদের দাবী ঋণ নিয়ে আলুর চাষ করেছিলেন এলাকার বাসিন্দারা। বারবার হাতির দলের হানায় বিপুল ক্ষতি হলেও বন দফতরের তরফে উপযুক্ত ক্ষতিপূরণ মিলছে না। এই পরিস্থিতিতে চূড়ান্ত অসহায় স্থানীয় কৃষকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct