আপনজন ডেস্ক: দ্বিতীয়বারের মতো পবিত্র উমরাহ পালন করেছেন দক্ষিণ কোরিয়ার ইউটিউবার দাউদ কিম। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। দাউদ কিম লেখেন, আমি আবারও মক্কায় এসেছি। এই জায়গা আমার হোমটাউনের মতো, খুব শান্তিপূর্ণ এবং খুবই পবিত্র। এই পোস্টেই জীবন নিয়ে নিজের কিছু উপলব্ধির কথাও লিখেছেন দাউদ কিম। তিনি লেখেন, কেন আমরা জন্মেছি? কেন আমরা বেঁচে থাকি? আমরা কোথায় যাচ্ছি? আমার জীবনটা এলোমেলো ছিল। আমি ভেবেছিলাম আমি সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি। তাই আমি পথহারা হয়ে ঘুরে বেড়াতাম উত্তরের আশায়। আমি বুঝতে পেরেছি আমি একা নই। কেউ একজন আমার পাশে থেকে আমাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছে। আমি বুঝতে পারি, আল্লাহ আমার পাশে রয়েছে। দাউদ কিম লেখেন, ইসলাম আমার সব প্রশ্নের উত্তর দিয়েছে। এছাড়া আমি যা করি, তার সবকিছুতেই আল্লাহ আমাকে পথ দেখান। আমার জীবন এখনও নিখুঁত নয়। মাঝে মাঝে আমি অনেক সমালোচনার শিকার হই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct