আপনজন ডেস্ক: মাদকের রাজ্য হিসেবে পরিচিত মেক্সিকোতে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে জনসমাগমপূর্ণ স্থানে আর ধূমপান করতে পারবেন না কেউ। পাশাপাশি তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, বিক্রি ও প্রদর্শনীর উপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে দেশটিতে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, মূলত ২০০৮ সালের ধূমপান বিরোধী আইনকে সংস্কার করেই নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগের আইন অনুযায়ী, শুধুমাত্র বার, রেস্টুরেন্ট ও কর্মক্ষেত্রে প্রকাশ্যে ধূমপান নিষেধাজ্ঞা ছিল। তবে ২০২১ সালে এর পরিধি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct