নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: একাধারে কলকাতা হাইকোর্টে ‘বার কাউন্সিল অফ ইন্ডিয়া’র অনুসন্ধান কমিটির পর্যবেক্ষণ, আবার অপরদিকে ‘বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে’র কালা দিবস পালন সোমবার জমজমাট হচ্ছে হাইকোর্টের অন্দরমহল,এইরকম আশঙ্কা অনেকেরই। আজ অর্থাৎ সোমবার সকাল দশটার দিকে কলকাতা হাইকোর্টে ‘বার কাউন্সিল অফ ইন্ডিয়া’র অনুসন্ধানকারী দল পৌঁছাবে বলে জানা গেছে। ইতিমধ্যেই গত রবিবার দুপুর নাগাদ মহানগরে পৌঁছে গেছেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার মনোনীত ৩ সদস্য। আজ অর্থাৎ সোমবার তাঁদের কলকাতা হাইকোর্টে যাওয়ার কথা। কলকাতা হাইকোর্টের ১৩ নং এজলাসের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে অবরোধ এবং বয়কটের ঘটনা নিয়ে অনুসন্ধান করতে এসেছে এই দল। আদালত সুত্রে জানা গেছে , ওই দিনের ঘটনা নিয়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল, কয়েক জন অভিজ্ঞ আইনজীবী এবং বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে কথা বলবে তারা। গত সোমবার এবং মঙ্গলবার এজলাসের বাইরে ঠিক কী হয়েছিল? তা দেখতেও ১৩ নম্বর কোর্টের সামনের সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছেন এই প্রতিনিধিরা। পুরো বিষয়টি খতিয়ে দেখে আগামী ১৭ জানুয়ারি ‘বার কাউন্সিল ইন্ডিয়া’র কাছে রিপোর্ট পেশ করবেন তাঁরা বলে জানা গেছে। গত সপ্তাহে বিচারপতি মান্থার এজলাসের বাইরে বিক্ষোভের ঘটনার নিন্দা করেছিল বার কাউন্সিল(ইন্ডিয়া) । বিষয়টির উপর গুরুত্ব দিয়ে সাংবাদিক বৈঠক করে তারা জানিয়েছিল, -’ যেভাবে এক জন বিচারপতির বিরোধিতা করতে গিয়ে পুরো বিচার প্রক্রিয়াকে ভেঙে তছনছ করা হয়েছে তা আইনজীবীদের শোভা পায় না’। এর পাশাপাশি ঘটনাটি নিয়ে রিপোর্ট তৈরি করার জন্য প্রতিনিধিদল পাঠানোর কথা জানায় তারা। সেই রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে ‘বার কাউন্সিল অফ ইন্ডিয়া’ কর্তৃপক্ষ ।প্রতিনিধিদলে রয়েছেন সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী রবীন্দ্রকুমার রাইজদা, ইলাহাবাদ হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী অশোক মেহতা এবং দিল্লি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের কর্মসমিতির সদস্যা বন্দনা কৌর গ্রোভার।তবে এই আসরে সরাসরি নামলো ‘বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল’ও।ঘোষণামত আজ অর্থাৎ সোমবার কলকাতা হাইকোর্ট চত্বরে এ বার কালা দিবস পালনের ডাক দিয়েছে রাজ্য বার কাউন্সিলের আইনজীবীরা। হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার দিকেই অভিযোগ বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের । বিচারপতি মান্থার জারি করা আদালত অবমাননার রুলের প্রতিবাদ জানাতেই আজ সোমবার বার কাউন্সিলের সদস্যরা হাইকোর্ট চত্বরে কালা দিবস পালন করবেন বলে জানা গেছে । কয়েক দিন আগে একটি সাংবাদিক বৈঠকে শুক্রবার এই ঘোষণা করেছেন রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোককুমার দেব মহাশয় ।বারের অন্য নেতা এবং সদস্যদের পাশে নিয়ে বর্ষীয়ান আইনজীবী দেব জানিয়েছেন , ‘’আমাদের প্রতিবাদ কোনও বিচারপতির বিরুদ্ধে নয়। বরং তাঁর জারি করা আদালত অবমাননার রুলের বিরুদ্ধে।’’ আইনজীবীর যুক্তি, ‘’যদি চিকিত্সকেরা আন্দোলন করতে পারেন, শিক্ষকেরা আন্দোলন করতে পারেন, তা হলে আইনজীবীরা আন্দোলন করলে অসুবিধা কোথায়?’’ তাঁর প্রশ্ন, -’ কেন আইনজীবীরা কোনও বিষয়ে প্রতিবাদ জানালে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে? এই মর্মেই সোমবারের প্রতিবাদ। যদিও আইনজীবীদের এই প্রতিবাদ আন্দোলনের সমালোচনা করেছে খোদ বার কাউন্সিল অফ ইন্ডিয়া । এমনকি, গত বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করে কলকাতা হাইকোর্টে আইনজীবীদের একাংশের ওই বিক্ষোভকে ‘অভব্যতা’ বলেও মন্তব্য করেছিল তারা।গত সোমবার থেকেই কলকাতা হাইকোর্ট চত্বরে চলছে আইনজীবীদের একাংশের বিক্ষোভ। যা এক সময় হাতাহাতির পর্যায়েও পৌঁছয়। পরে বিচারপতি মান্থার এজলাস বয়কটের ডাক দেন আইনজীবীদের সংগঠন বার কাউন্সিলের সদস্যদের একাংশ। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই গত বুধবারই হাইকোর্টের বিচারপতি মান্থা স্বতঃপ্রণোদিত হয়ে আইনজীবীদের একাংশের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, রাজ্যের আইনজীবীরা মামলার শুনানিতে উপস্থিত না হওয়ায় বিচারপ্রক্রিয়া ব্যাহত হচ্ছে। যদিও তার পরও পরিস্থিতি বদলায়নি কলকাতা হাইকোর্টে। বিচারপতি মান্থার এজলাসে গত শুক্রবারও উপস্থিত হননি রাজ্যের আইনজীবীরা। বৃহস্পতিবার এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বার কাউন্সিল অব ইন্ডিয়া বলেছিল, কলকাতায় যা চলছে, তা আইনজীবীদের শোভা পায় না। বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়া কাম্য নয়। এমনকি, বিষয়টি খতিয়ে দেখতে কলকাতায় তিন সদস্যের দল পাঠানোর কথাও জানিয়েছে তারা। গত বৃহস্পতিবার বার কাউন্সিল অব ইন্ডিয়ার সেই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন রাজ্য বার কাউন্সিলের নেতারা। তাঁরা বলেন, ঘটনাটি যখন কলকাতা হাইকোর্টে ঘটছে, তখন সেটি রাজ্য বার কাউন্সিলের বিচারবিভাগীয় আওতায় পড়ে। কেন্দ্রীয় বার কাউন্সিল রাজ্যের সংগঠনের সঙ্গে কথা বলে কী ভাবে এমন সিদ্ধান্ত নিল? তা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। কলকাতা হাইকোর্টের আইনজীবী বৈদূর্য ঘোষাল জানান - “ আইনজীবী হিসাবে আমরা প্রতিটি এজলাসে স্বাধীনভাবে কাজ করতে চাই”।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct