আপনজন ডেস্ক: ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনার ৪ ঘণ্টা পর চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেল ছেলেও। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়। সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট-বুড়িমারী ইউনিয়নের দর্জিটারী এলাকার রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় নিহত হওয়া দুজন হলেন সুমি বেগম ও তার মেয়ে তাসমিরা তাবাসসুম তাসিন। পরবর্তীতে সুমি বেগমের ছেলে তৌহিদ হাসানও মারা যায়। জানা গিয়েছে, লালমনিরহাট থেকে বুড়িমারীগামী ট্রেন বেলতুলি ঘুন্টি এলাকা পার হওয়ার সময় সুমি বেগম তার ২ সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। সেসময় ট্রেনের ধাক্কায় ৩ বছরের শিশু তৌহিদ ছিটকে পড়ে। মা ও ৬ বছরের মেয়ে ট্রেনে কাটা পাড়ে ঘটনাস্থলেই মারা গেলেও, গুরুতর আহত শিশুকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে শিশুটি মারা যায়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, 'সুমি বেগম কেন তার সন্তানদের নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ তথ্য উদঘাটনে কাজ শুরু করেছে।'
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct