আজিজুর রহমান, গলসি, আপনজন: ৫৭ তম জুজুটি দামোদর দন্তেশ্বরী মেলার শুভ সুচনা করা হল শনিবার। এদিন ফিতে কেটে মেলার সুচনা করেন এলাকার বিধায়ক নবীনচন্দ্র বাগ ও বিধায়ক খোকন দাস। তাছাড়া এলাকার ২৫০ জন দুস্থ মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি দামোদর নদীতে নিখোঁজ হওয়া মানুষদের দেহ তুলতে সাহায্যকারী ১৫ জন মৎস্যজীবীকে পুরস্কৃত করা হয়। জানা গেছে, তারা বিভিন্ন সময়ে নদীর জলে নেমে বিপদে পরা মানুষকে সাহায্য করে থাকেন। তাছাড়াও জলে ডুবে নিখোঁজদের উদ্ধারে প্রশংসনীয় ভূমিকা পালন করেন। অনুষ্ঠানের আয়োজক সুবোধ ঘোষ জানিয়েছেন, তাদের এলাকার মানুষরা ৫৭ বছর আগে ওই মেলার সুচনা করেছিলেন। যেখানে আশপাশের আট দশটি গ্রামের মানুষ একত্রিত হন। মেলার কটা দিন সকল ধর্মের মানুষও মিলিত হয়ে জুজুটি এলাকায় সৌহার্দ্যদের বার্তা ছড়িয়ে দেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, খন্ডঘোষ বিধায়ক নবীনচন্দ্র বাগ, বর্ধমান উত্তরের বিধায়ক খোকন দাস, গলসি ওসি দীপঙ্কর সরকার, বর্ধমান পৌরসভার কাউন্সিলর ইন্তেখাব আলম ও সাহাবুদ্দিন খান, ভূঁড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনীল সোরেন, উপপ্রধান সুবোধ ঘোষ, আয়োজক কমিটির সদস্য সাউথ আলম মল্লিক সহ মেলা কমিটির সকল সদস্যরা। এদিনের অনুষ্ঠানে মৎসজীবীদের পুরস্কৃত করায় তারা বেশই উৎসাহিত হয়েছেন বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct