সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: পঞ্চায়েত ভোট যতই আসন্ন ডান, বাম, রাম সব শিবির লড়াইয়ের ময়দানে মাঠে নেমে পড়েছে। সব রাজনৈতিক শিবির তাদের হেবি ওয়েটদের দিয়ে গ্রাম বাংলার প্রতিটি কোনায় গিয়ে প্রচার চালাতে মরিয়া,কেউ যেন কাউকে এক চুল জায়গা ছাড়তে নারাজ। পঞ্চায়েত ভোটের পূর্বে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বাঁকুড়ার বড়জোড়া হাইস্কুল ময়দানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার পরের দিনই বিষ্ণুপুর তৃণমূল সাংগঠনিক জেলার তরফ থেকে একটি পালটা সভার আয়োজন করা হয় । এই সভায় উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ শক্রুঘ্ন সিনহা,সায়ন্তিকা বন্দোপাধ্যায়,রাজ্যের মন্ত্রী মলয় ঘটক,জেলার বিভিন্ন বিধায়কগন সহ জেলার অন্যান নেতৃত্ব। সেখানে প্রথমে খোলা মঞ্চে মানুষের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে বলেন কেন্দ্রের বিজেপি সরকার ধনশক্তি দিয়ে কেন্দ্রে ক্ষমতায় এসছে কিন্তু মমতা ব্যানার্জী জনশক্তি নিয়ে ক্ষমতায় এসছে। এদিন তিনি কেন্দ্রের আয়ুস্মান ভারত নিয়ে কটাক্ষ করে, রাজ্যের স্বাস্থ্যসাথীর সুনাম শোনা গেল তার গলায়। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তরে জানান কোথায় কি ঝামেলা হচ্ছে বা না হচ্ছে তা আমরা জানিনা, পঞ্চায়েত ভোটের প্রচারে আবার আসবো। এদিন বড়জোড়া ফুটবল ময়দানে বলিউডের এই তারকাকে দেখতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেল। পঞ্চায়েত ভোটের পূর্বে শাষক-বিরোধি হেভি ওয়েট প্রচার এবং রাজনৈতিক বাকযুদ্ধ যথেষ্ট তাৎপর্যপূর্ন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct