নিজস্ব প্রতিবেদক, রাজারহাট, আপনজন: রাজারহাট-নিউ টাউন তৃণমূল যুব কংগ্রেস এবং শ্রমিক সংগঠন আইএনটিটিউসি নিউটাউন বাসস্ট্যান্ড ভায়া চিনারপার্ক অটো অপরেটার্স ইউনিয়ন যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। উদ্যোক্তারা জানান, অটোচালক মিলিয়ে শিবিরে মোট ৬০ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। শনিবার শনিবার ইকো পার্কের দু’নম্বর গেটের উল্টোদিক মাদারস ওয়ার্কস মিউজিয়ামের সামনে ওই শিবির মঞ্চ থেকে দুস্থ ব্যক্তিদের কম্বল ও মশারি প্রদান করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও পালিত হয়েছে। নিউ টাউন যুব তৃণমূল সভাপতি আফতাব উদ্দিন জানান, শীতকালে একগুচ্ছ সামাজিক কর্মসূচির অংশে এদিন শ্রমিকদের নিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এরই আগে, নিউ টাউনের বাসস্ট্যান্ড-ও একটি রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেছে। পাশাপাশি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পেপার প্রদান করা হয়েছে। শনিবারের শ্রমিক সংগঠনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি, ব্লক সভাপতি প্রবীর কর, জেলা আইএনটিটিউসির সভাপতি তাপস দাশগুপ্ত, বিধাননগরের মেয়র পরিষদ সদস্য রহিমা বিবি, আরাত্রিকা ভট্টাচার্য, নিউ টাউন শ্রমিক সংগঠনের সভাপতি হাজি বাচ্চু প্রমুখ। এদিন গোটা ক্যাম্পের নেতৃত্বে ছিলেন সংশ্লিষ্ট শ্রমিক সংগঠন অটো-ট্যাক্সি ইউনিয়নের সভাপতি সিরাজউদ্দৌলা মুন্না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct