আপনজন ডেস্ক: কদিন পরই ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের বিপক্ষে অজিরা খেলবে চারটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। সীমিত ওভারের ক্রিকেটের দুই ব্যাটিং সেনসেশন সূর্যকুমার যাদব ও ইশান কিশান জায়গা পেয়েছেন ভারতের টেস্ট দলে। উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ ছিটকে যাওয়ায় কিশানকে নেওয়া হয়েছে। ইনজুরির কারণে এখনো দলের বাইরেই রয়েছেন পেসার জসপ্রিত বুমরাহ। তবে চোট কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। পরের টেস্টগুলো হবে দিল্লি, ধর্মশালা ও আহমেদাবাদে।টেস্ট দল ঘোষণার পর ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান টুইট করেছেন। সে টুইটে কারও নাম উল্লেখ না করলেও, তিনি যে সরফরাজকে দলে না নেওয়ার দিকেই ইঙ্গিত করেছেন, সেটা সহজেই অনুমান করা যায়, ‘টেস্ট দল নির্বাচনের ক্ষেত্রে রঞ্জি ট্রফির পারফরম্যান্সই আগে বিবেচনা করা উচিত।’ ভারতের টেস্ট স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, শ্রীকার ভরত, ইশান কিশান, রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct