আপনজন ডেস্ক: পবিত্র হজ ও ওমরাহ পালনের ক্ষেত্রে মুসল্লিদের বিভিন্ন সমস্যার প্রযুক্তিগত সমাধান দিয়ে বিজয়ী পাঁচটি দলের নাম ঘোষণা দেওয়া হয়েছে। হজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা দেওয়া হয়। এতে প্রথম পুরস্কার হিসেবে ৫০ হাজার সৌদি রিয়াল, দ্বিতীয় পুরস্কার ৪০ হাজার, তৃতীয় পুরস্কার ৩০ হাজার, চতুর্থ পুরস্কার ২০ হাজার ও পঞ্চম পুরস্কার ১০ হাজার রিয়াল দেওয়া হয়। আরব নিউজ সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি হজ ও ওমরাহ চ্যালেঞ্জ প্রতিযোগিতা শুরু হয়। হজ ও ওমরাহযাত্রীদের সমস্যার প্রযুক্তিগত সমাধান দিতে সারা বিশ্ব থেকে প্রথম ধাপে প্রায় ৮০০ দল অংশ নেয়। চূড়ান্ত পর্বে প্রতিযোগিতার জন্য ১১টি দলকে নির্বাচন করা হয়, যার মধ্যে পাঁচটি দল বিজয়ী হিসেবে উত্তীর্ণ হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct