বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার, আপনজন: এমন ঘটনা সাধারণত খুব বেশি দেখা যায় না। তবে তৃণমূল কংগ্রেসের অন্দরে একাধিক দল-উপদলের ফলে বিশৃঙ্খলা তৈরি হয় মাঝেমাঝেই। এবারের ঘটনা অভিষেকের লোকসভা অঞ্চলের অন্তর্গত একটি বিধানসভা কেন্দ্রে। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিকে কেন্দ্র করে অভিষেকের কেন্দ্রে হুলুস্থূল। তৃণমূল কংগ্রেস বিধায়ক পান্নালাল হালদারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার তৃণমূলের একদল। তাঁদের হাতে তৃণমূল কংগ্রেসের ফেস্টুন ছিল দিদির সুরক্ষা কবচ নিয়ে এবং আবাস যোজনা সহ একাধিক ইস্যুতে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। তাদের আভিযোগ, বিধায়ক দিদির সুরক্ষা কবচ নিয়ে পক্ষপাতিত্ব হচ্ছে। বিধায়ক নিজের মতো করে এই কর্মসূচি করছেন। এলাকার কোনো নেতৃত্বেদেরকে ডাকছে না। আবাস যোজনা থেকে শুরু করে একাধিক ইস্যুতে অভিযোগ জানান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। অভিষেকের কেন্দ্রে এই ঘটনায় শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। অপর দিকে স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার তিনি জানান, এলাকার কিছু স্থানীয় দলীয় কর্মী সমর্থক মূলত তাদের কিছু অভিযোক ছিল, তাই আমার কাছে অভিযোগ জানতে এসে ছিল। তাদের সেই অভিযোগ শুনে দ্রুত সমাধান করার আশ্বাস দেওয়া হয়,সেই আশ্বাস পেয়ে খুশি মনে এলাকার তৃণমূল দলীয় কর্মী সমর্থক সকলে বাড়িতে ফিরে যান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct