আপনজন ডেস্ক: চীনে গত এক মাসের বেশি সময়ে প্রায় ৬০ হাজার মানুষ কভিডসংশ্লিষ্ট রোগে মারা গেছে। শনিবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। গত ডিসেম্বরের শুরুতে এত দিনের কঠোর কভিড বিধি শিথিল করার পর থেকে প্রথমবার কভিডসংশ্লিষ্ট মৃত্যুর তথ্য প্রকাশ করল চীন সরকার।জাতীয় স্বাস্থ্য কমিশনের আওতাধীন চিকিত্সা প্রশাসন ব্যুরোর প্রধান জিয়াও ইয়াহুই শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, চীনে গত বছরের ৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ১২ জানুয়ারির মধ্যে কভিডসংক্রান্ত ৫৯ হাজার ৯৩৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। চিকিত্সা সুবিধা গ্রহণের সময় মারা যাওয়া ব্যক্তিদেরই শুধু এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই প্রকৃত নিহতের সংখ্যা আরো বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। জিয়াও ইয়াহুই জানান, সরাসরি ভাইরাসের কারণে শ্বাসতন্ত্রের সমস্যায় পাঁচ হাজার ৫০৩ জনের মৃত্যু হয়েছে। আর কভিডসহ এর সঙ্গে সম্পর্কিত রোগের কারণে ৫৪ হাজার ৪৩৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মৃতদের গড় বয়স ৮০.৩ বছর। তাঁদের ৯০ শতাংশ ৬৫ বছরের বেশি বয়সী। উল্লেখ্য, চীনে ৬০ বছরের বেশি বয়সী লাখ লাখ মানুষ এখনো টিকা গ্রহণ করেননি। নাগরিকদের সমালোচনা ও অর্থনীতি নিয়ে উদ্বেগের মুখে গত ডিসেম্বরে শূন্য কভিড নীতি থেকে হঠাত্ করে সরে যায় চীন। এর পর থেকে দেশটির বিরুদ্ধে অভিযোগ ওঠে কভিডসংক্রান্ত মৃত্যুর সংখ্যা কম দেখানোর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct