আপনজন ডেস্ক: ভারত জোড়ো যাত্রায় অঘটন ঘটে গেল আজ শনিবার সকালে। পাঞ্জাবের লুধিয়ানায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে হাঁটতে হাঁটতেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান জলন্ধরের সংসদ সদস্য সন্তোখ সিং চৌধুরী (৭৬)। হাঁটতে হাঁটতে আচমকাই তিনি বুক চেপে রাস্তায় বসে পড়েন। অ্যাম্বুলেন্সে করে সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় লুধিয়ানা শহরের হাসপাতালে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ওই অঘটনের পর শনিবার বন্ধ রাখা হয় যাত্রা। যাত্রা থামিয়ে রাহুল ও দলের অন্য নেতারা হাসপাতালে যান। সেখান থেকে রাহুল যান জলন্ধরে সন্তোখের বাড়ি। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শোক প্রকাশ করেন। চার মাস ধরে চলা এই যাত্রায় এই প্রথম অঘটন। সন্তোখ সিংয়ের মৃত্যুতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ বিভিন্ন নেতা শোক প্রকাশ করেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানও শোক প্রকাশ করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct