আপনজন ডেস্ক: সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন । তার আগে প্রশাসনিক কাজে আরও বেশি গতি আনতে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, আগামী ১৬ জানুয়ারি, সোমবার মুর্শিদাবাদ জেলা সফরে যেতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শুধু মুর্শিদাবাদ নয় সেখান থেকে তিনি যেতে পারেন আলিপুরদুয়ারেও।তৃণমূল সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। চলতি মাসের ১৬ তারিখ অর্থাৎ আগামী সোমবার মুখ্যমন্ত্রী যেতে পারেন মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদের সাগরদিঘিতে কর্মসূচি রয়েছে তাঁর। এরপর সেখান থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান যেতে পারেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। ১৮ জানুয়ারি আলিপুরদুয়ার থেকে তিনি মেঘালয়ে রওনা দেবেন বলে সূত্রের খবর। পড়শি রাজ্য মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলার শহর তুরা-তে জনসভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আবার ১৯ তারিখে আলিপুরদুয়ারে ফেরার কথা তাঁর। আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করতে পারেন মুখ্যমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct