আপনজন ডেস্ক: জাত পাতের সাম্প্রদায়িকতা ক্রমশ বাড়ছে কর্নাটকে। শনিবার মেঙ্গালুরু শহরের কাছে কাভুরুতে একটি হিন্দু মন্দিরের মেলায় মুসলিম ব্যবসায়ীদের বিরুদ্ধে ‘বয়কট’ করার আহ্বান জানিয়েছে ব্যানার লাগালেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরা। ব্যানারটি লাগানো হয়েছে শ্রী মহালিঙ্গেশ্বর মন্দিরের প্রাঙ্গণে যা কর্নাটক সরকারের ধর্মীয় এনডাউমেন্ট বিভাগের অধীনে। এই ধর্মীয় মেলা শুরু হয়েছে শনিবার থেকে। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। মেলায় ব্যানারে লেখা আছে, বাণিজ্য করার সুযোগ শুধুমাত্র হিন্দু ধর্মে বিশ্বাসী ব্যবসায়ীদের স্টল করতে দেওয়া হবে। যদিও স্থানীয়রা সংবাদ সংস্থা আইএনএস-কে জানিয়েছেন, আগে, বেশিরভাগ স্টল মুসলিমদের দিয়ে তৈরি হত। এইবার, স্টলের জন্য বরাদ্দের চুক্তির ব্যবস্থাপনা বজরং দলের কর্মীদের দেওয়া হয়েছে। বজরং দলের দাবি, মন্দির পরিচালনা কমিটির বৈঠকে মুসলিম ব্যবসায়ীদের ‘সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যানারে বলা হয়েছে, বাণিজ্য করার সুযোগ শুধুমাত্র হিন্দু ধর্ম ও ঐতিহ্যে বিশ্বাসী হিন্দু ব্যবসায়ীদের দেওয়া হবে। ব্যানারে বলা হয়েছে, “যে কেউ মূর্তি পূজা করাকে ‘হারাম’ বলে বিশ্বাস করে তার কোনো সুযোগ নেই।”আসনটির প্রতিনিধিত্ব করছেন বিজেপি বিধায়ক ভারত শেঠি। উন্নয়নের পরিপ্রেক্ষিতে, পুলিশ বিভাগ মন্দির প্রাঙ্গণ এবং আশেপাশের এলাকায় সিটি আর্মড রিজার্ভ (সিএআর) এর ফোর্স এবং প্লাটুন নিযুক্ত করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct