রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: জাতীয় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা এসে পৌঁছাল মুর্শিদাবাদের সুতিতে। শুক্রবার সকালে রঘুনাথগঞ্জের মিঠিপুর থেকে শুরু হয় এই যাত্রা। তারপরে সুতির মদনা মোড়ে এসে দুপুরের খাবার খেয়ে আবারও হাটতে শুরু করেন কংগ্রেস কর্মী সমর্থক ও নেতৃবৃন্দ। সেখান থেকে ছাবঘাটি, রঘুনাথপুর হয়ে অরঙ্গাবাদে প্রবেশ করেন। ভারত জোড়ো যাত্রার প্রথম সারিতে থেকে প্রায় ২৪ কিলোমিটার রাস্তা পায়ে হাঁটেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সঙ্গে ছিলেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব।
এদিকে দুপুরে সুতির মদনা থেকে ভারত জোড়ো যাত্রা অরঙ্গাবাদ প্রবেশ করতেই মহিলাদের ব্যাপক উল্লাস লক্ষ করা যায়। রাস্তার দুই ধারে ফুল দিয়ে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতিকে। দু হাত নাড়িয়ে কংগ্রেসের এই যাত্রা কে সমর্থন করেন আমজনতা। অরঙ্গাবাদে শুক্রবার যাত্রা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, জাকির হোসেনের সঙ্গে কংগ্রেসের ব্যক্তিগত কোনো বিরোধ নেই। উনি রাজনীতি তে আসার আগে থেকেই শিল্পপতি। ফলে জাকির হোসেনের কাছে উদ্ধার হওয়া টাকা বেআইনি তা এখনও পর্যন্ত বলেনি আয়কর দপ্তর। ফলে আমরা তাকে দোষারোপ করতে পারিনা। জাকির হোসেনকে এর আগেও প্রাণে মারার চেষ্টা হয়েছিল। এখনও পর্যন্ত সেই কেসের ন্যায় বিচার পাননি জাকির হোসেন। এদিকে এলাকার বিড়ি শ্রমিকরা পর্যাপ্ত মজুরি পাচ্ছেন না বলেও অভিযোগ করেন অধীর চৌধুরী। গঙ্গা ভাঙন নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, রাজ্য বলছে টাকা দিচ্ছে না আবার কেন্দ্র বলছে আমাদের কিছু জানায়নি। রাজ্য এবং কেন্দ্র শুধু একে অপরের দোষারোপ খেলা খেলছে। কারো মাথাব্যথা নেই। এই ভাঙন রক্ষা করতে স্থায়ী সমাধানের পথ চাই আমরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct