আপনজন ডেস্ক: টুইটারে বড়সড় পরিবর্তন আসবে। ব্যবহারকারীদের সুবিধার্থে যুক্ত হবে একাধিক ফিচার। মাইক্রো ব্লগিং সাইটটি কিনে নেয়ার পরই এমন ইঙ্গিত দিয়েছিলেন ইলন মাস্ক। এবার সেই কথা রাখতে মরিয়া তিনি। টুইটার ব্যবহারে একাধিক বাধ্যবাধকতা রয়েছে। এই প্ল্যাটফর্মে একসঙ্গে খুব বড় টেক্সট লিখে পোস্ট করা যায় না। তবে মার্কিন ধনকুবের তথা টুইটার সিইও মাস্ক জানিয়ে দিচ্ছেন, শিগগিরই এই সমস্যার মিটতে চলেছে। কার্যত ঢেলে সাজানো হবে এই মাইক্রো ব্লগিং সাইটকে। ইলন মাস্ক জানান, আপনি যে টুইট ফলো করেন, আর যে সব টুইট ফলো করার জন্য আপনাকে সাজেষ্ট করা হয়, তার জন্য দুটি আলাদা অপশন থাকে। স্মার্টফোন থেকে দুটি অপশনে পৌঁছাতে অনেক সময় অপেক্ষা করতে হয়। কিন্তু এবার ডান ও বাম দিকে সুইপ করে অনায়াসেই দুই অপশন বেছে নিতে পারবেন। চলতি সপ্তাহেই চালু হবে ফিচারটি। পাশাপাশি এই সপ্তাহেই টুইট ডিটেলসের মধ্যে যুক্ত হবে বুকমার্ক বাটনটি। অর্থাৎ টুইটারের কোনো পেজকে পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য মার্ক করে রাখতে পারবেন। সর্বোচ্চ দীর্ঘ টুইট করার অপশনটি ব্যবহারকারীরা পেয়ে যাবেন ফেব্রুয়ারি থেকেই। মানে আরো বেশি শব্দের টুইট একবারে লিখে পোস্ট করতে পারবেন। বর্তমানে ২৮০ শব্দ টুইট করা যায়। যদিও শব্দ সংখ্যা বেড়ে কত হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct