আপনজন ডেস্ক: একটি বিরল সবুজ ধূমকেতুকে ৫০ হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো আবার রাতের আকাশে দেখা যাবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আগামী সপ্তাহগুলোতে সি/২০২২ ই৩ (জেডটিএফ) নাম দেওয়া ধূমকেতুটিকে দেখা যাবে। জানুয়ারির শেষদিকে এবং ফেব্রুয়ারির শুরুর দিকে পৃথিবীর কক্ষপথের সবচেয়ে কাছ দিয়ে যাবে। এটি হবে বেশ বিরল ঘটনা কারণ, এবার দেখা দেওয়ার পর ধূমকেতুটি বহুদিন ধরে আর পৃথিবীর কাছাকাছি আসবে না। শেষবার যখন এই ধূমকেতু পৃথিবীর আকাশে দেখা গিয়েছিল মানবসভ্যতা তখনও প্রস্তর যুগে।নাসার মতে, এক প্রজন্মে একবারই দেখা যাওয়ার মতো এ ধূমকেতু আমাদের গ্রহের সবচেয়ে কাছে আসবে ১ এবং ২ ফেব্রুয়ারি। আর সূর্যের সবচেয়ে কাছে যাবে ১২ জানুয়ারি। ধূমকেতুটি পৃথিবীর কাছাকাছি এলে আকাশ পর্যবেক্ষকরা এটিকে উজ্জ্বল নক্ষত্র পোলারিসের (ধ্রুবতারা) কাছে সনাক্ত করতে পারবে। নাসা জানিয়েছে, ধূমকেতুটি উত্তর গোলার্ধে জানুয়ারির বেশিরভাগ জুড়ে এবং দক্ষিণ গোলার্ধে ফেব্রুয়ারির শুরুর দিকে সকালের আকাশে দূরবীনের মাধ্যমে চোখে পড়ার কথা। আগামী সপ্তাহগুলোতে কতটা উজ্জ্বল হবে তার ওপর ভিত্তি করে ধূমকেতুটি এই মাসের শেষের দিকে এমনকি অন্ধকার আকাশে খালি চোখেও দেখা সম্ভব হতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct