অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। সদ্য কৈশোরের গণ্ডিতে পৌঁছানো ছাত্রছাত্রীদের কাছে এটাই জীবনের প্রথম বড় পরীক্ষা। আসন্ন মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠ ও শান্তি পূর্ন ভাবে করার লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন এখন থেকে সবরকম প্রস্তুতি শুরু করেদিয়েছে। এই বিষয়টি কে মাথায় রেখে শুক্রবার এবছরের মাধ্যমিক পরীক্ষার বিষয়ে উচ্চ-পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হল বালুরঘাট সুবর্ণতটে। এদিনের আলোচনা সভার উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর রামানুজ গাঙ্গুলি, মাধ্যমিক পরীক্ষার দক্ষিণ দিনাজপুর জেলা কনভেনর অনিরুদ্ধ অধিকারী, বিশিষ্ট শিক্ষক উজ্জ্বল বসাক সহ অন্যান্য বোর্ড নমিনি সহ আরো অনেকে। দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবছর দক্ষিন দিনাজপুর জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার জন এর কিছু বেশি। তবে এই সংখ্যাটি আরো বাড়তে পারে। এবছর প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে তিনটি করে সিসিটিভিতে চলবে নজরদারি। একটি সিসিটিভি পরীক্ষা কেন্দ্রে প্রবেশপথে, একটি পরীক্ষা কেন্দ্র থেকে বের হবার জায়গায় এবং অন্যটি কন্ট্রোলরুমে থাকবে।
এ বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলী জানান, ‘মূলত আমি দক্ষিণ দিনাজপুর জেলায় এসেছি সাধারণ মানুষদের সঙ্গে দেখা করতে। জেলার ছাত্র-ছাত্রী, বিভিন্ন শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সাক্ষাৎ করতে এবং জেলা প্রশাসনের সঙ্গে কথা বলার জন্য। আগামী মাধ্যমিক পরীক্ষা যাতে ভালোভাবে সুসম্পন্ন হয় সেই সম্পর্কিত নানা বিষয় খতিয়ে দেখতে। এ বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের দক্ষিন দিনাজপুর জেলার আহ্বায়ক অনিরুদ্ধ অধিকারী জানান, ‘এ বছর জেলার মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৮০০ জন। জেলা জুরে মোট ৫৫টি ভেন্যুতে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ১১টি মূল কেন্দ্র এবং ৪৪টি সাব-সেন্টার করা হয়েছে।’এ বিষয়ে জেলা তৃণমূল শিক্ষা সেলের সভাপতি উজ্জ্বল বসাক জানান, সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন করতে সবরকম ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct