নুরুল ইসলাম খাঁন, কলকাতা, আপনজন: নিজের ইউ টিউব চ্যানেলে একবছর আগে বাঙালির সংস্কৃতি, জীবনযাপন, খাদ্যাভ্যাস সহ একাধিক আপত্তিকর জনক মন্তব্য করেছিলেন বিবেক বিন্দ্রা। এ নিয়ে তার বিরুদ্ধে বেশ কিছু এফআইআর হলেও কোন ফল হয়নি। আই এম এ ৬০ কোটি টাকার মানহানির মামলা করেছিল, মামলা খারিজ হয়ে গেছে একদিনেই। বিষয়টি নজরে আসে বাংলা পক্ষ’র। তারা জানতে পারে ১৫ জানুয়ারি কলকাতার সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে আসছেন বিবেক বৃন্দ্রা।তড়িঘড়ি সোচ্চার হয়ে মাঠে নামে সংশ্লিষ্ট সংগঠনটি। তার বিরুদ্ধে প্রতিবাদ করে সভাও অনুষ্ঠিত হয় বাংলা পক্ষ’র তরফে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় বৃন্দ্রাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাংলায় ঢুকতে দেওয়া হবে না বলে। গতকাল সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় জানিয়েদেন ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। শেষমেষ গতকালই নিজের অফিসিয়াল ফেসবুক পেজ ও টুইটারে লিখিত ক্ষমা চান বিবেক বিন্দ্রা। এই বিষয়টি বাঙালির নৈতিক জয় বলে বাংলা পক্ষ মনে করছে। সংগঠনের শীর্ষ নেতা কৌশিক মাইতি বলেন, বাঙালি বিদ্বেষী মন্তব্য যেই করুক না কেন, সঙ্গে সঙ্গে প্রতিবাদে মুখর হবে এই সংগঠন। তারা আর বলেন অতীতে বাঙালি বাংলাদেশী, রোহিঙ্গা, উইপোকা বলে অনেকেই কুরুচিপূর্ণ মন্তব্য করে পার পেয়েছেন! এবার বাংলা পক্ষ পথে আছে, মোকাবেলা করবে বাংলার বিরুদ্ধে সমস্ত চক্রান্তকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct