আপনজন ডেস্ক: ইসরাইলের মরু অঞ্চলে বালুর তলে চাপা পড়ে থাকা চার হাজার বছরের বেশি সময়ের পুরনো উট পাখির আটটি ডিম পাওয়া গেছে। ইসরাইলের প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।নেগেভ অঞ্চলের নিতজানা এলাকায় মরু অঞ্চলের যাযাবরদের ব্যবহৃত প্রাগৈতিহাসিক ক্যাম্প সাইটে বালির তলে চাপা পড়া অবস্থায় ডিমগুলো পাওয়া যায়। এর পাশেই ছিল প্রাচীন আমলের আগুনের চুল্লি।খনন পরিচালক আর্কিওলজিস্ট লরেন ডেভিস বলেন, প্রত্নতাত্ত্বিকরা পাথরের হাতিয়ার এবং মাটির পাত্রের টুকরো খুঁজে পেয়েছেন।১৯ শতক পর্যন্ত বন্য উটপাখি ওই এলাকায় বিচরণ করতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct