জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: পুলিশের দৈবিক ক্ষমতা নেই, দৈহিক ক্ষমতা আছে। সেই ক্ষুদ্র ক্ষমতা বলেই জঙ্গলমহলের মানুষের পাশে জেলা প্রশাসন। শুক্রবার,পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সুন্দরী অযোধ্যা পাহাড়ের অযোধ্যা পাহাড় হাই স্কুলে প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে প্রেরণা দ্বারা আবাসিক ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদান ও পড়া শুনার সামগ্রিক প্রদান করা হয়। গত দু বৎসর ধরে কোভিড এর কারণে বন্ধ হয়ে যাওয়া স্কুলের হোস্টেল গুলোকে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে পুরুলিয়া জেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, জঙ্গলমহলের মানুষ কোন সমস্যায় পড়লে কোন কুন্ঠিত না হয়ে তারা যেন সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক প্রথমে ছাত্র ছাত্রীদের থেকে শুরু করে অভিভাবক ও স্কুল শিক্ষক-শিক্ষিকাদের কথা শুনেন এবং তাদের যে যে সমস্যা রয়েছে তা অতি শীঘ্রই সমাধান করার আশ্বাস দেন। পানীয় জলের ব্যাবস্থা,স্কুল বাউন্ডারি ওয়াল, হোস্টেলে থাকার ক্যাপাসিটি বাড়ানোর থেকে শুরু একাধিক বিষয় নিয়ে। এদিন আবাসিক ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় বই খাতা সহ আরো অনেক কিছু। পাশাপাশি সমস্ত আবাসিক ছাত্র ছাত্রীদের জেলা শাসক ও জেলা পুলিশ সুপার নিজের হতে তাদের খিচুড়ি পরিবেশন করে খাওয়ান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক ডা: রজত নন্দা, জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এডিশনাল এসপি চিন্ময় মিত্তল,সি.আই পার্থ কুমার সিংহ, এস.ডি.পি.ও সুব্রত দেব,বাঘমুন্ডি থানার ওসি পঙ্কজ সিংহ,সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ, পি.এস.আই স্নেহাশীষ মন্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। সমগ্র অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সম্পন্ন হতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন বাঘমুন্ডি থানা ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। ওই এলাকার মানুষের ইতিমধ্যে মন জয় করে নিয়েছেন স্থানীয় থানার ওসি পঙ্কজ সিংহ। তিনি যে কোন সমস্যায় সেখানকার মানুষের পাশে গিয়ে দাঁড়ান একজন অভিভাবক হিসেবে। দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বাড়ি বাড়ি গিয়ে হোস্টেল মুখী করার জন্য বিশেষ উদ্যোগ নেয় জেলা পুলিশ। সেই নির্দেশ মতো বাঘমুন্ডি থানার পুলিশ অযোধ্যা পাহাড়ের প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়ে ছাত্র ছাত্রীদের পুনরায় হোস্টেলে থেকে পড়াশুনার করার জন্য অনুরোধ করেন। এছাড়া সমস্ত ছাত্র ছাত্রীদের বোঝান বাহিরের পরিবেশ এবং ঘরের পরিবেশ অনেক তফাৎ ইত্যাদি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct