মহামেডান-২(মার্কাস জোসেফ)। আইজল-২(হেনরি কিসেকা)।
মোস্তাফিজুর রহমান, কলকাতা, আপনজন: “আমায় ভাসাইলিরে আমায় ডুবাইলিরে....” মার্কাস জোসেফের ক্ষেত্রে আজকে এই লাইনগুলিই বোধহয় সামঞ্জস্যপূর্ণ। যেভাবে হ্যান্ডশেক দূরত্ব থেকে বাইরে মেরে দলকে ডোবাতে বসেছিলেন তিনি তা এক হিসাবে ক্ষমার অযোগ্য।পক্ষান্তরে ইনজুরি টাইমের একেবারে শেষ লগ্নে যেভাবে সমতা ফেরালেন সেটাও প্রশংসার দাবি রাখে। যদিও এই ড্র হারের’ই সমকক্ষ বলা যায়। কেননা চ্যাম্পিয়নশীপের লড়াইতে থাকতে গেলে প্রতিটি ম্যাচে তিন পয়েন্ট পাওয়া ছাড়া বিকল্প নেই।অথচ তারাই কিনা ঘরের মাঠে ড্র করছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ আইজলের সাথে। এদিন বিকালে যাদবপুরের কিশোর ভারতীতে বলের দখল, ম্যাচের রাশ নিজেদের হাতে রেখেও স্রেফ গোল করার অভাবে ডুবল মহামেডান। অপরদিকে ফাঁকায় হেনরি দুটো গোল করলেও, তা এক প্রকার মহামেডান ডিফেন্সের উপহার। এদিন মহামেডানের প্রাক্তনী হেনরি কিসেকা দু দুবার আইজলকে এগিয়ে দিলেও, মহামেডানের মার্কাস তা শোধ করে মুখরক্ষা করেন। নতুবা আরও লজ্জা অপেক্ষা করছিল। বলা বাহুল্য, মহামেডানের নবাগত মিরলান বেশ ভালো খেললেন। ফ্রিকিক এবং কয়েকটা পাসও দুর্দান্ত বাড়ালেন। কিন্তু তাতে কি আর লাভ কিছু হবে?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct