এহসানুল হক, বসিরহাট, আপনজন: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার উদ্যোগে টাকির সাংস্কৃতিক মঞ্চে মহিলা পঞ্চায়েতি সভার আয়োজন করা হয় । এদিন এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি সরোজ ব্যানার্জি, টাকি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ দাস, জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল, ভাইস চেয়ারম্যান ফারুক গাজী,টাকি চেয়ারম্যান সোমনাথ মুখার্জী, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র সহ একাধিক বিধায়ক ও পঞ্চায়েতের সভাপতি গন। পাশাপাশি উপস্থিত ছিলেন বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলা বিভিন্ন প্রান্তের মহিলা তৃণমূলের কর্মীরা। আগামী পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের কি কি গুরুত্ব রয়েছে এবং মহিলাদের কিভাবে লড়াই করতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা নিয়ে এই পঞ্চায়েতি মহিলা সভায়। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,’কেন্দ্র সবসময় বলেন রাজ্যকে অর্থ দিচ্ছে বলেই রাজ্য সমস্ত প্রকল্প গুলো চালাতে পারছে। কিন্তু আমি বলি এই অর্থ কারোর বাপের সম্পত্তি নয়। এর অর্থ কেন্দ্রের বাপের সম্পত্তি নয়, এই অর্থ রাজ্যের বাপের সম্পত্তি নয় এটা আপনার আমার প্রাপ্য টাকা। এছাড়াও তিনি কেন্দ্রের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের কোন সুবিধা রাজ্যের মানুষ পাচ্ছে না অথচ কন্যাশ্রী প্রকল্পের প্রচুর সুবিধা পাচ্ছে এলাকার কন্যারা।
গত পঞ্চায়েত নির্বাচনে যে গন্ডগোল ঝামেলা হয়েছিল এবং সাধারণ মানুষদের যে ভোট দিতে দেওয়া হয়নি এমনটাই অভিযোগ করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে সেই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, আমাদের নির্বাচন সুষ্ঠুভাবেই হয় কেউ যদি ওটাকে অন্যভাবে দেখাতে চায় তাহলে আমরা অপারক। আমাদের নির্বাচন সুষ্ঠুভাবেই হবে। সব নির্বাচনী ভালোভাবে হয় আগামী পঞ্চায়েত নির্বাচনে ভালোভাবে হবে। সমস্ত মহিলা কর্মীদের একতা ভাবে লড়াই কথার করার কথা বললেন। এই কর্মী সভা ঘিরে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সভায়স্থল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct