আপনজন ডেস্ক: প্রতি ৫০ বছর পরপর মনোনয়ন সংক্রান্ত তথ্য প্রকাশ করে থাকে নোবেল কমিটি। আর এর সঙ্গে বেরিয়ে আসে নানা ঘটনাও। সেসব বিষয় যোগায় আলোচনায় খোঁড়াক। যেমনটা এবার হয়েছে। ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার শান্তিতে যে নোবেল পেয়েছিলেন সেটি ছিল বিতর্কিত এক পুরষ্কার। হেনরি কিসিঞ্জারকে মনোনয়ন দেওয়া সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসার পর জানা গেছে এ তথ্য। জানা যায়, ১৯৫৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত চলে ভিয়েতনাম যুদ্ধ। সোভিয়েত রাশিয়া ও চীন সমর্থিত কমিউনিস্টপন্থি উত্তর ভিয়েতনাম এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত দক্ষিণ ভিয়েতনামের মধ্যে দুই দশক ধরে চলে এই রক্তক্ষয়ী সংঘাত। শুরু থেকেই স্নায়ুযুদ্ধের অংশীদার হলেও যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে ষাটের দশকে। মার্কিন সেনাদের ব্যাপক প্রাণহানি ও অর্থনীতির ওপর চাপের কারণে সত্তরের দশকের শুরুতেই মার্কিন জনগণের মধ্যে এই যুদ্ধবিরোধী প্রতিবাদ-বিক্ষোভ প্রবল হয়ে ওঠে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct